এডনেক্সাল সিস্ট কি? adnexal cyst meaning in bengali
অনেকেই জিজ্ঞাসা করেন যে এডনেক্সাল সিস্ট কি? যাদের প্রজনন তন্ত্রে সমস্যা এবং মেন্সট্রুয়াল সাইকেল নিয়মিত না তাদের সাধারণত লোয়ার এবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করতে দেওয়া হয়।অনেকের এডনেক্সা তে সিস্ট হয়। আর একে বলা হয় এডনেক্সাল সিস্ট। অনেকেই জানেন না এডনেক্সাল সিস্ট কি? adnexal cyst meaning in bengali এডনেক্সাল সিস্ট মিনিং ইন বাঙ্গালী অনেকেই জিজ্ঞাসা করেন। আবার এডনেক্সাল সিস্ট দুইপাশেই হয়ে থাকে তা হল- right adnexal cyst, left adnexal cyst। বেশিরভাগ লোকই জানে না, right adnexal cyst কি, left adnexal cyst meaning in bengali ইত্যাদি। আজকে আমি আলোচনা করবো- এডনেক্সাল সিস্ট কি? আজকের আর্টিকেল পড়লে যা যা জানতে পারবেন-
- এডনেক্সাল সিস্ট
- adnexal cyst meaning in bengali
- এডনেক্সাল সিস্ট কি স্বামীকে কিভাবে আদর করতে হয়?
- adnexal cyst normal size
- adnexal cyst when to worry.
- adnexal cyst symptoms
- adnexal cyst icd 10
- adnexal cyst meaning in hindi
- এডনেক্সাল সিস্ট মিনিং ইন বাঙ্গালী
- adnexal cyst normal size
- adnexal cyst treatment
- adnexal cyst when to worry
- left adnexal cyst meaning in bengali
- what is adnexal cyst
- adnexal cyst symptoms
- adnexal cyst meaning in hindi
- এডনেক্সাল সিস্ট মিনিং ইন বাঙ্গালী
- adnexal cyst
- এডনেক্সাল সিস্ট
- adnexal cyst meaning in bengali
- left adnexal cyst
- right adnexal cyst
- right adnexal cyst কি
- রাইট এডনেক্সাল সিস্ট কি
এডনেক্সাল সিস্ট কি?
এডনেক্সাল সিস্ট কি জানতে হলে আমাদের আগে জানতে হবে এডনেক্সাল কি? এডনেক্সাল এরিয়া কোনটা সেটা জানলে আমরা সহজে জানতে পারবো এডনেক্সাল সিস্ট কি? আর এডনেক্সা কি সেটা জানলে আমরা রাইট এডনেক্সাল সিস্ট কি, লেফট এডনেক্সাল সিস্ট কি ইত্যাদি।
এডনেক্সা কি?
এডনেক্সা আসলে কোন নির্দিষ্ট অঙ্গ না। ফেলোপিয়ান টিউব এবং ওভারি/ডিম্বাশয় এর আশপাশের পেশি এবং লিগামেন্টকে একসাথে এডনেক্সা বলে। অর্থাৎ বাচ্চা যেখানে থাকবে এবং ডিম্ব যেখানে উৎপন্ন হবে সেই অঙ্গ গুলোকে একসাথে বলে এডনেক্সা। ইউটেরাস এমনিতেই গুরুত্বপূর্ণ অঙ্গ এর পরেও ইউটেরাসের সবচেয়ে দরকারী অংশ হলো ফেলোপিয়ান টিউব এবং ওভারি। এই অঞ্চলকে একসাথে এডনেক্সা বলা হয়।
এডনেক্সাল সিস্ট কি?
আগেই বলেছি ফেলোপিয়ান টিউব এবং ওভারিকে এক সাথে এডনেক্সা বলে। এই এডনেক্সা এরিয়াতে সিস্ট হলে তাকে বলা হয় এডনেক্সাল সিস্ট বলে। এডনেক্সাল সিস্ট মহিলাদের ভিতর অনেক কমন রোগ। এডনেক্সাল সিস্ট অনেকেরই হয়ে থাকে। যদি এডনেক্সাল সিস্ট এর সাইজ ২.৫ সেমি. এর সমান বা তার কম হয় তাহলে সেটা নিয়ে কোন সমস্যা নাই। কারণ এসব সিস্ট অনেক কমন। কিন্তু যদি সিস্ট এর সাইজ ২.৫ সেমি. এর বেশি হয় তাহলে তা হালকা চিন্তার কারণ। মেয়েদের মাসিক কিভাবে কেন হয়? ভিডিওসহ দেখুন Meyeder Masik Kivabe Keno Hoy?
যদি সিস্টের সাইজ ২.৫ সেমি. এর কম বা সমান হয় তাহলে তা ছয় সপ্তাহের ভিতর সেরে যাবে। কিন্তু বেশি বড় হলে তার জন্য ডাক্তারের পরামর্শ প্রয়োজন।

এডনেক্সাল সিস্ট মিনিং ইন বাঙ্গালী
ফেলোপিয়ান টিউব এবং ওভারি বা ডিম্বাশয়ে কোন সিস্ট হলেই তাকে এডনেক্সাল সিস্ট বলে। অনেকেই বুঝেন না সিস্ট কাকে বলে। যদি এমন হয় যে, আপনার দেহে কোন ফোড়া হয়েছে যা কিনা হালকা ফুলে উঠছে এবং এর ভিতর পানি বা তরল পদার্থ আছে তাকে সিস্ট বলে। অর্থাৎ আমাদের যেমন ঘামাচি হয় , ঘামাচির ভিতর যেমন ফ্লুয়িড থাকে , সিস্টের ভিতর তেমন জিনিস থাকে। তবে ঘামাচির সাথে সিস্টের পার্থক্য হলো ঘামাচি ছোট এবং সিস্ট বড়।
adnexal cyst normal size – এডনেক্সাল সিস্ট নরমাল সাইজ
আল্ট্রাসনোগ্রাফি অনুসারে যদি আপনার এডনেক্সাল সিস্টের সাইজ ২.৫ সেমি. এর ছোট হয় তাহলে তা নরমাল সাইজ। জরায়ুর ভিতর বিভিন্ন জীবাণু এবং হরমোন থাকে। এসব হরমোনের ব্যালান্স নষ্ট হলে সিস্ট হয়ে থাকে। আর এসব সিস্টের সাইজ ২.৫ সেমি. এর কম হলেই বুঝবেন আপনি নরমাল। ২.৫ সেমি. এর কম হলে ডাক্তারের তেমন পরামর্শ দরকার হয় না, কোন ঔষুধ দরকার হয় না। তবে অন্য কারণে ঔষুধ দরকার হতে পারে। শুধু মাত্র খাবার কন্ট্রোলের মাধ্যমে ছয় সপ্তাহের মধ্যে সিস্ট দূর করা যায়।
right adnexal cyst কি , রাইট এডনেক্সাল সিস্ট কি
আমরা জানি যে, ফেলোপিয়ান টিউব দুই পাশেই হয়, ডান পাশ আর বাম পাশ। জরায়ুর দুই পাশের ফেলোপিয়ান টিউব এবং ডিম্বাশয় থাকে। ডান পাশের এডনেক্সা বা ফেলোপিয়ান টিউব এবং ডিম্বাশয়কে একত্রে বলা হয় রাইট এডনেক্সাল সিস্ট। এরকম হলে চিন্তার কোন কারণ নাই। কারণ আপনার বাম পাশের এডনেক্সা বা বাম পাশের ফেলোপিয়ান টিউব এবং ডিম্বাশয় ভালো আছে। মাসিকের রক্ত কালো হয় কেন? মাসিকের রক্ত কালো হলে কি খেতে হয় ?
left adnexal cyst
যদি বাম পাশের এডনেক্সা বা ডিম্বাশয় বা ফেলোপিয়ান টিউবে সিস্ট হয় তাহলে তাকে লেফট এডনেক্সাল সিস্ট বলে।
এডনেক্সাল সিস্ট
অ্যাডনেক্সাল সিস্ট সাধারণ পেলভিক পরীক্ষা, আল্ট্রাসাউন্ড বা উভয় দ্বারা নির্ণয় করা হয়। প্রায়ই, যখন মহিলার কোনও লক্ষণ দেখা যায় না, তখন রুটিন পরীক্ষার সময় বৃদ্ধি সনাক্ত করা হয়।
একবার নির্ণয় করা হলে, আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন যে আপনার কেস জরুরি কিনা। সাধারণত এটি হয় না, এবং আপনার ডাক্তারের কাছে কী কারণে ভর এবং এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় তা তদন্ত করার জন্য সময় থাকবে।
ইমেজিং এবং ল্যাব পরীক্ষাগুলি অ্যাডনেক্সাল ভরের অন্তর্নিহিত কারণ নির্ধারণ করতে ব্যবহার করা যেতে পারে। আপনার ডাক্তার সম্ভবত একটি অ্যাক্টোপিক গর্ভাবস্থা বাতিল করার জন্য আপনাকে একটি গর্ভাবস্থা পরীক্ষা করতে বলবেন, কারণ এটির জন্য অবিলম্বে চিকিত্সার প্রয়োজন হবে।
সর্বশেষঃ এডনেক্সাল সিস্ট কি?
এডনেক্সাল সিস্ট হলো জরায়ুর ফেলোপিয়ান টিউব বা ডিম্বাশয়ে সিস্ট হওয়াকে বুঝায়। এডনেক্সাল সিস্ট ছোট হলে তেমন কোন চিন্তার কারণ নাই। তবে বড় হলে তা সমস্যার কারণ হতে পারে। এডনেক্সাল সিস্ট সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আশা করি আমি বুঝাতে পারছি এডনেক্সাল সিস্ট কি?
Comments
Post a Comment