Posts

Showing posts from March, 2023

মেয়েদের প্রথম সহবাসে কি হয়?

অনেকেই জিজ্ঞাসা করেন যে, মেয়েদের প্রথম সহবাসে কি হয়। যেহেতু আমাদের দেশে সেক্স এডুকেশন এর তেমন ব্যপক প্রচারণা নাই, ছেলে মেয়ের একে অপরের জেনিটাল সম্পর্কে ধারণা নাই তাই এরকম প্রশ্ন হওয়া স্বাভাবিক। আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে, মেয়েদের প্রথম সহবাসে কি হয়? প্রথম সহবাসে অনেক কিছুই হয়ে থাকে। যা কিনা একমাত্র একজন মেয়েই বুঝবে। আজকে আমি আলোচনা করবো মেয়েদের প্রথম সহবাসে কি হয়? মেয়েদের প্রথম সহবাসে কি হয়? আমাদের দেশে সেক্স শব্দটাকে অনেক ভাবে অনেকে বুঝে থাকেন। যেমন অনেকে বুঝেন যে, শুধু মাত্র যোনি পথে যৌন মিলন করাই হলো সেক্স। আবার কারো আছে সেক্স মানে হলো মনের সেক্স। তবে এগুলার একটাও সত্য না। সেক্স আসলে যোনি পথে, পায়ু পথে এবং মুখের মাধ্যমে সেক্সকে বুঝায়। যদিও আমার মতে মুখে এবং পায়ু পথে সেক্স করার যাবে না। আর যদি এমন হয় যে, আপনি সেক্স করতে চাচ্ছেন তাহলে আপনার আসলে কিছু প্রস্তুতি নেওয়া উচিত। যেমন যাতে করে এইচআইভি বা অন্য কিছু রোগ সংক্রমিত না হয় তার জন্য কনডোম পড়া উচিত। আবার অনেক সময় কোন সময় থাকে বার্থ কন্ট্রোলও নেওয়া উচিত যাতে করে স্বাস্থ্যের ক্ষতি না হয়। তবে আমার মতে আপনার পার্টনারের সাথে সৎ ...

এডনেক্সাল সিস্ট কি? adnexal cyst meaning in bengali

Image
অনেকেই জিজ্ঞাসা করেন যে এডনেক্সাল সিস্ট কি? যাদের প্রজনন তন্ত্রে সমস্যা এবং মেন্সট্রুয়াল সাইকেল নিয়মিত না তাদের সাধারণত লোয়ার এবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করতে দেওয়া হয়।অনেকের এডনেক্সা তে সিস্ট হয়। আর একে বলা হয় এডনেক্সাল সিস্ট। অনেকেই জানেন না এডনেক্সাল সিস্ট কি? adnexal cyst meaning in bengali এডনেক্সাল সিস্ট মিনিং ইন বাঙ্গালী অনেকেই জিজ্ঞাসা করেন। আবার এডনেক্সাল সিস্ট দুইপাশেই হয়ে থাকে তা হল- right adnexal cyst, left adnexal cyst। বেশিরভাগ লোকই জানে না, right adnexal cyst কি, left adnexal cyst meaning in bengali ইত্যাদি। আজকে আমি আলোচনা করবো- এডনেক্সাল সিস্ট কি? আজকের আর্টিকেল পড়লে যা যা জানতে পারবেন- এডনেক্সাল সিস্ট adnexal cyst meaning in bengali এডনেক্সাল সিস্ট কি স্বামীকে কিভাবে আদর করতে হয়? adnexal cyst normal size adnexal cyst when to worry. adnexal cyst symptoms adnexal cyst icd 10 adnexal cyst meaning in hindi এডনেক্সাল সিস্ট মিনিং ইন বাঙ্গালী adnexal cyst normal size adnexal cyst treatment adnexal cyst when to worry left adnexal cyst meaning in bengali what is adnexal cyst ...

বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়ে কোন খাবারে?

সাধারণত বাচ্চাদের হিমোগ্লোবিনের পরিমান বয়ষ্কদের থেকে বেশি থাকে। তবে যদি বাচ্চাদের হিমোগ্লোবিন কম থাকে তা অনেক চিন্তার কারণ। কারণ বাচ্চাদের হিমোগ্লোবিন বেশি থাকার বদলে কম থাকার অর্থ হলো ঐ বাচ্চার যকৃত বা লিভার বা হাড়ে কোন সমস্যা আছে। আজকে আমি আলোচনা করবো বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়ে কোন খাবারে, বাচ্চাদের হিমোগ্লোবিন কত থাকে, বাচ্চাদের হিমোগ্লোবিন কম হওয়ার কারণ, বাচ্চাদের হিমোগ্লোবিন কত থাকা দরকার ইত্যাদি। এছাড়া আমি বাচ্চাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এমন কয়েকটি খাবারের নাম বলবো। বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়ে কোন খাবারে? আসলে দুনিয়াতে এমন কোন খাবার নাই যা কিনা হিমোগ্লোবিন বাড়ায়। ডাক্তাররা সাধারণত আয়রন সমৃদ্ধ খাবারের জন্য উপদেশ দেন। কারণ হিমোগ্লোবিন তৈরীর জন্য আয়রন দরকার হয়। আর ফুসফুসের অক্সিজেন হিমোগ্লোবিনে আয়রনের সাথে মিলে সারা দেহে পরিবাহিত হয়। আয়রন বিভিন্ন কারণে দরকার হয়। যেমনঃ সারা দেহে অক্সিজেন পরিবহন করে পেশির মেটাবলিজম কন্ট্রোল করে কানেক্টিভ টিস্যু মেইনটেইন করে দৈহিক বৃদ্ধি স্নায়ুতন্ত্রের উন্নয়ন কোষের কার্যকারিতা কিছু হরমোন তৈরী করে যেসকল শিশুরা মায়ের স্তন পান করে তাদের সাধারণত কোন খ...

রক্তে sgpt বেড়ে গেলে কি হয়?

যদি কারো লিভারের সমস্যা দেখা যায় তাহলে ডাক্তার তাকে এসজিপিটি টেস্ট দিয়ে থাকেন। যাদের লিভারে সমস্যা থাকে তাদের এসজিপিটি এর লেভেল বেশি হয়। অনেকেই জানেন না রক্তে sgpt বেড়ে গেলে কি হয়? আজকে আমি আলোচনা করবো রক্তে sgpt বেড়ে গেলে কি হয়? আশা করি আজকের পোস্ট থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন যা কিনা কোন ডাক্তার কখনোই বলবে না। রক্তে sgpt বেড়ে গেলে কি হয়? রক্তে sgpt বেড়ে গেলে কি হয় এটা জানতে হলে আগে আমাদের জানতে হবে এসজিপিটি কিভাবে তৈরী হয়, এসজিপিটি এর কাজ কি? কখন এসজিপিটি তৈরী হয় ইত্যাদি। আমি প্রথমেই বলে নিই এসজিপিটি কিভাবে তৈরী হয় এবং এসজিপিটি কি? এসজিপিটি কি? সহজ ভাষায় বললে এসজিপিটি হলো লিভারের এক এনজাইমের নাম। একে এলানিন আমিনোট্রান্সফেরাজ এনজাইমও বলে যা কিনা শুধুমাত্র লিভারের কোষে পাওয়া যায়। যদি কোনভাবে বা কখন লিভাবের কোষ ড্যামেজ হয়ে যায় তাহলে এসজিপিটি লিভারের বাহিরে চলে আসে। এবং রক্তে মিশে যায়। যার ফলে এসজিপিটির মাত্রা বেড়ে যায়। আর তখন রক্তে এসজিপিটির মাত্রা টেস্ট করে লিভারের বর্তমান অবস্থা জানা যায়। লিভারের বর্তমান অবস্থার ভালো ভাবে জানার জন্য এসজিপিটি টেস্টের সাথে আরো কিছু টেস্ট ...