মেয়েদের মাসিক কিভাবে কেন হয়? ভিডিওসহ দেখুন Meyeder Masik Kivabe Keno Hoy?

আজকে আমরা আলোচনা করবো মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মাসিক নিয়ে। আসলে একটা মেয়ে মাসিক ছাড়া সম্পূর্ণরূপে মেয়ে না। আজকে আমরা আলোচনা করবো মেয়েদের মাসিক কেনো হয়, মেয়েদের মাসিক কিভাবে হয়, Meyeder masik kivabe hoy, Meyeder masik keno hoy এসব বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক।

এই আর্টিকেল পড়লে আপনি জানতে পারবেন –

  • meyeder masik kivabe pore
  • main der masik kivabe hoy
  • meyeder masik keno hoy
  • মেয়েদের মাসিক কিভাবে হয়
  • মেয়েদের মাসিক কেন হয়
  • মেয়েদের মাসিক কিভাবে পরে
  • মেয়েদের মাসিক কিভাবে বের হয়
masiker rokto মাসিকের রক্ত

মেয়েদের মাসিক কি? Meyeder Masik ki ?

মেডিক্যালের ভাষায়ঃ মেয়েদের সমগ্র যৌন জীবনে প্রতি ২৮ দিন অন্তর অন্তর ৩-৫ দিন ধরে জরায়ুর অন্তঃস্থ স্তর বা এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে যে রক্ত বের হয় তাকেই মাসিক হলে। একে মেডিক্যালের পরিভাষায় মেন্সট্রুয়াল পিরিয়ড বলে।

মেয়েদের মাসিক হল একটা স্বাভাবিক প্রক্রিয়া যার দ্বারা সে মা হতে পারেন। এর দ্বারা মেয়েদের দেহের অনেক কিছু সুস্থও সাথে। উদাহরণস্বরূপ, মেয়েদের মাসিক হয় বলেই তার শরীরের হাড় সুন্দর সুগঠিত থাকে। মেয়েদের মাসিক হয় বলেই তারা ইমোশনাল হয়। মাসিক হয় বলেই মেয়েদের গায়ের চামড়া নরম, মোলায়েম হয়। তাদের হাড় এর ক্যালসিয়ামের ঘনত্ব ঠিক থাকে। অনেক সময় দেখবেন যে, যদি কোন মহিলার মাসিক বন্ধ হয়ে যায় তার হাড়ে ব্যাথা হয়।

মেয়েদের মাসিক কেন হয়? Meyeder Masik Keno Hoy? মেয়েদের পিরিয়ড কেন হয়?

masiker rokto মাসিকের পিক

এখানে আমি মেডিক্যালে পড়ার সময় যা শিখছি তাই লিখছি। হয়ত আপনারা কিছু শব্দ নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে কমেন্টে বললে আমি বুঝিয়ে দিবো।

একটা মেয়ে যখন তার বয়ঃসন্ধিকাল এ পা দেয় অর্থাৎ তার বয়স যখন হয় ১২ থেকে ১৪ বছরের মত তখন তার ভিতর এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এই পরিবর্তন হলো সম্পূর্ণই হরমোনাল পরিবর্তন। অর্থাৎ আপনি যে বাচ্চা থেকে একজন পরিপুর্ণ মেয়েতে পরিণত হতে যাচ্ছেন সেইটাই ঘটানোর জন্য একটা মেয়ের ভিতর এমন হরমোনাল পরিবর্তন দেখা যায়। এসময় মেয়েরা আগের থেকে বেশি খুতখুতে হয়,নিজের আশপাশের বিষয় নিয়ে সজাগ থাকে।

কোনো মেয়ের বয়স যখন ১২ থেকে ১৪ বছর হয় তখন তার দেহে বেশ কিছু হরমোন ক্ষরণ শুরু হয়। এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন হল এন্ড্রোজেন হরমোন। এই এন্ড্রোজেন হরমোনের উত্তেজনায় সাড়া দিয়ে মেয়েদের জরায়ুর বিকাশ হয়। ১২ থেকে ১৪ বছর বয়সে একটা মেয়ের জরায়ুর বিকাশ ৯০% শেষ হয়ে যায়। meyeder masik keno hoy

একটা মেয়ে যখন পৃথিবীতে আসে তখন তার দেহে ডিম থাকে ৪০০ থেকে ৪২০ টি। এই ডিম মোটেও মুরগীর ডিমের মত না। তো এই ডিম থেকে ইনএক্টিভ অবস্থায়। যখন তার জরায়ুর বিকাশ সম্পূর্ণ হয় তখন থেকে প্রতি মাসে একটা করে ডিম বা ওভ পরিপক্ক হতে থাকে। দুই মাস মাসিক না হওয়ার কারণ কি?

তো প্রত্যেক মেয়ের নিজের মাসিক সাইকেলের প্রথম দিনে তার দেহে সবচেয়ে এন্ড্রোজেন হরমোন বের হয়। তো আস্তে আস্তে মাসের শেষের দিকে এর পরিমান কমতে থাকে।

মেয়েদের প্রত্যেক মাসে একটা করে ডিম জরায়ুর ফ্যালিপিয়ান টিউবে এসে অবস্থান নেয়। আর হরমোনের প্রভাবে সেই ডিম আস্তে আস্তে পরিপক্ক হতে শুরু করে। পিডিয়ড ক্যালেন্ডার এর মাসের শেষের দিকে ডিমটি পরিপক্ক হয়ে যায় অর্থাৎ তখন যদি একটা শুক্রানুও যদি মেয়ের যোনির ভিতর দিয়ে পড়ে ডিমের কাছে আসে তখন সেই মেয়ে গর্ভ ধারণ করবে।

এই যে একটা পিডিয়ড ক্যালেন্ডার অর্থাত যেদিন থেকে পিরিয়ড শুরু হয় তখন থেকে জরায়ুতে হরমোনের প্রভাবে অমরা গঠন হতে থাকে। কিন্তু মাসের শেষে যখন ডিম নিষিক্ত হয় না তখন সেই ডিম সহ অমরা নষ্ট হতে শুরু করে। আর সেই অমরা যখন নষ্ট হয়ে ভেঙে যেতে শুরু করে তখন তা রক্তের মত যোনীপথ দিয়ে বাহিরে বের হয়ে আসে। বিবাহিত ও অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ? meyeder masik na hoyar karon ki ?

অনেকের দেখা যায় যে, মাসিকের সময় শক্ত , দলা দলা কিছু বের হয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা বেশি গঠিত হয়ে গেছিলো। তাই দলা দলা রক্ত আসে। আবার অনেকের নাও হতে পারে।

আর যখন ডিম বা ডিম্বাণু যোনী পথ দিয়ে বের হয় তখন প্রচন্ড ব্যাথা হয়। উল্লেখ্য যে, মেয়েদের ডিম্বাণু খালি চোখে দেখা যায়।

পিরিয়ডের সময় চাকা চাকা রক্ত,জমাট বাধা রক্ত ও দলা রক্ত কেনো পড়ে?ক্লটিং

মেয়েদের মাসিক সম্পর্কে এমন কিছু যা আপনি নাও জানতে পারেনঃ

মেয়েদের যখন মাসিক হয় তখন তাদের দেহে কিছু হরমোন ক্ষরণ হয় যার কারণ এ দেহে বিভিন্ন বস্তুর তারতম্যের সৃষ্টি হয়। যেমন আপনি খেয়াল করে দেখবেন, কোন মেয়ের মাসিক হবার সময়, সে নিজেকে পুরুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। সে নিজেকে পছন্দের পুরুষের সামনে তুলে ধরতে চায়। আর তখন মেয়েরা তাদের খাবার খাওয়া কমিয়ে দেয় যাতে করে তাদের চিকন আর সুন্দর দেখায়।ডিম্বপাতের সময় আসলে তারা এমন আচরণ বেশী বেশী করে ।

প্রায় ৪০-৪৫ বছর বয়সে মেয়েদের মাসিক একেবারে অফ হয়ে যায়। কারণ আপনারা উপরেই পড়ছেন। তো তখন মেয়েদের অনেক হরমোন এর ভারসাম্য নষ্ট হয়। তখন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন ও এন্ড্রোজেন হরমোন কম মাত্রায় ক্ষরিত হয়। আর এর জন্যই মেয়েরা তখন অল্পতে রেগে যায়। এমনকি অনেকে মাসিকের সময় অতিরিক্ত মাত্রায় আবেগী হয়ে যায়, একটুতে রেগে যায়। এর কারণও ঐ একই। meyeder masik keno hoy

মেয়েরা যখন গর্ভবতী থাকে তখন তাদের দেহে কিছু স্পেশাল হরমোন ক্ষরিত হয়। যেমন হিউম্যান ক্রনিক গোনাডোপ্রোটিন হরমোন। এসব হরমোনের জন্য তখন মেয়েরা অল্পতে রেগে যায়,ইমোশনাল হয়ে যায়, আবার কেউ কেউ এমনি এমনি কেদে উঠে। meyeder masik

আবার বাচ্চা জন্মদানে পর অনেকের হরমোনাল ইমব্যালান্স দেখা দেয়। এর জন্য অনেকে অনেক মানসিক ঝামেলায় থাকে। একে মেডিক্যালের ভাষায় প্রসবোত্তর সাইকোসিস বলা হয়। এমনকি এই হরমোনাল ঝামেলার জন্য অনেকে তার বাচ্চাকেও মারতে চায়।

মাসিকের প্যাড – মাসিকের ভিডিও

মেয়েদের মাসিক কিভাবে হয়? Meyeder Masik Kivabe Hoy? মেয়েদের পিরিয়ড কিভাবে হয়?

আমি আগেই বলছি যে মেয়েদের মাসিক এর ব্যাপার নির্ভর করে জরায়ুর উপর। জরায়ির ভিতরের স্তর কখন ক্ষরিত হবে তার উপরই মাসিক নির্ভর করে। তো, যখন দেখা যায় যে ডিম পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু শুক্রাণূ আসে নাই, তখন জরায়ুর অন্তস্থ স্তরের ক্ষয় শুরু হয়। আর তখনই মাসিক শুরু হয়। আর যেহেতু মাসিক এর সময় জরায়ুর একটা স্তরের ক্ষয় হয় তাই সামান্য পেট ব্যাথা হতেই পারে। এর জন্য গরম পানির সেক নিলে ঠিক হয়ে যায়। meyeder masik kivabe hoy

আর মাসিক এর জন্য প্রথমে জরায়ুর ক্ষরিত অংশ ফেলোপিয়ান টিউবে আসে। এর পর তা জরায়ুর ,মুখ দিয়ে যোনী পথে বাহিরে বের হয়ে আসে। আর যেহেতু সব সময় একটূ এক্টু রক্ত পড়তেই থাকে তাই মেয়েরা প্যাড ব্যবহার করে, আমি নিচে একটা ভিডীও দিয়ে দিচ্ছি মেয়েদের মাসিক কিভাবে হয় ভিডিও।

মেয়েদের মাসিক কিভাবে হয় ভিডিও meyeder masik kivabe hoy video

আর হ্যা, মাসিকের সময় স্বামী স্ত্রী সহবাস করবেন না। এতে আপনার পেনিসের ক্ষতি হবে।আপনার পেনিস বা লিঙে ফোড়া বা ইনফেকশন হতে পারে।

তো আজকে এই পর্যন্তই। আশা করি কিছু জানতে পারছেন। আসলে মাসিক নিয়ে বলতে গেলে সারা দিন ধরে লিখলেও শেষ হবে না। কারণ মেডিক্যালে মাসিক নিয়ে অনেক বিস্তারিত ভাবে পড়ানো হয়। তবে আপনার যদি কোন বিশেষ কিছু জানার দরকার হয় তাইলে কমেন্ট করতে পারেন বা আমাকে ফেসবুকে নক দিতে পারেন।

আমাকে ফেসবুকে মেসেজ দিতে এখানে ক্লিক করুন

পিরিয়ডের সময় চাকা চাকা রক্ত,জমাট বাধা রক্ত ও দলা রক্ত কেনো পড়ে?ক্লটিং

Comments

Popular posts from this blog

জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়?

বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়ে কোন খাবারে?