মেয়েদের হস্তমৈথুন এর ক্ষতিকর দিক কি? মেয়েদের মাস্টারবেশন
মাস্টারবেশন বা হস্তমৈথুন হল নিজেকে নিজের যৌনাঙ্গ এর মাধ্যমে সুখ দেয়ার একটি প্রক্রিয়া যাতে করে আপনার ইজেকশন বা অর্গাজম বা বীর্যপাত হয়। বর্তমানে হস্তমৈথুন একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। আগে যেখানে ছেলেরা মাস্টারবেশন করতো এখন মেয়েরাও সমান তালে মাস্টারবেশন শুরু করছে। আজকে আমরা জানবো মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক কি? মেয়েরা হস্তমৈথুন করে কেন? হস্তমৈথুনের উপকারীতা কি?
মেয়েদের হস্তমৈথুন এর ক্ষতিকর দিক কি?
যখন একটি শিশুর বয়স দুই থেকে ছয় বছর তখন থেকেই সে নিজের যৌনাঙ্গ নিয়ে খেলতে শুরু করে। সে হয়ত কখনো তার যৌনাঙ্গে হালকা সুরসুরি দেয় আবার কখনো আলতো করে ছোয়া দেয়। এটাই একজনের হস্তমৈথুনের প্রথম ধাপ। একজন প্রাপ্তবয়স্ক লোকের কাছে এই জিনিসটা অনেক সময়ই বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। কারণ আমরা কখনো চাই না সে এটা করুন। কিন্তু কোন শিশুর বেড়ে উঠার সময় এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এর দ্বারা একজন শিশু বুঝতে পারে তার শরীরের কোন অংশ কিভাবে কখন সাড়া দেয়। এতে করে সে নিজের দেহকে বুঝতে পারে। একজন শিশু তার যৌনাঙ্গ ঘসে যেভাবে আনন্দ নেয় তা আসলে কোন ভুল বা খারাপ না। কারণ সে এটা বুঝে করতেছে না। কিন্তু আপনি যখন বুঝে এটা করবেন তখন এটা খারাপ। আর আপনার যদি কোন বাচ্চা থাকে তারা এমন করলে তাদের মানা করাটাই আপনার কাজ হবে। কারণ এতে করেই একজন বাচ্চা হস্তমৈথুনে আসক্ত হয়ে যেতে পারে। আমরা আজকে জানবো মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক কি, মেয়েদের হস্ত মৈথুনের ক্ষতিকর প্রভাব ইসলাম ইত্যাদি বিষয় নিয়ে। মেয়েদের মাসিক কিভাবে কেন হয়? ভিডিওসহ দেখুন Meyeder Masik Kivabe Keno Hoy?
মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক
আমাদের দেশে মনে করা হয় যে, একটা মেয়ে কখনোই তার যে যৌন আকাঙ্ক্ষা আছে তা সবসময়ই লুকিয়ে চলবেন। এবং আমাদের দেশের মহিলারা এটাই করে থাকেন। অর্থাৎ আমাদের সংস্কৃতি মহিলাদের হস্তমৈথুন করার অনুমতি দেয় না। এতে সংস্কৃতির যে কারণে অনুমতি দেক আর না দেক, বিজ্ঞান কিন্তু মেয়েদের হস্তমৈথুন করার কথা বলে না। কারণ হস্তমৈথুনে লাভের চেয়ে লস বেশি।
প্রথমে জানি মেয়েরা হস্তমৈথুন কিভাবে করে? এতে করে এর ক্ষতিকর দিক বুঝতে সুবিধা হবে। মেয়েরা কিভাবে হরমোন বের করে?ছবি সহ
মেয়েরা হস্তমৈথুন কিভাবে করে?
মেয়েরা সাধারণত হাতের সাহায্যে অর্গাজম করেই হস্তমৈথুন সম্পন্ন করে। আর এই অর্গাজম হতে তাদের অনেক সময় লাগতে পারে। এক্ষত্রে সময় কমানোর জন্য তারা তাদের স্তনের সাহায্য নেয়।
যেমন বেশিরভাগ মেয়েই নিজেকে উত্তেজিত করার জন্য এবং অর্গাজম তাড়াতাড়ি করার জন্য নিজের হাত দিয়ে নিজের স্তন চাপ দেয় বা টিপে। অনেকে স্তনের নিপল নিজে চুষে। আর যোনির ক্লিটোরিস যা কিনা প্রধান এবং অন্যতম সেক্স অর্গান তাতে হাতের মাধ্যমে ঘষে অর্গাজম করে। এই হল বেশিরভাগ মেয়ের মাস্টারবেশনের প্রসেস। অনেকে সেক্স টয় ব্যবহার করে থাকে। মেয়েরা কিভাবে হরমোন বের করে?ছবি সহ
যখন একটা মেয়ে ক্লিটোরিসে ঘষা দিতে থাকে তখন ক্লিটোরিসের সাথে যুক্ত কিছু গ্রন্থি সেক্স হরমোন নিঃসরণ করে। সেক্স হরমোনের ভিতর আছে ইস্ট্রোজেন, গোনাডোট্রপিন, এন্ড্রোজেন, ডোপামিন ইত্যাদি। এসব হরমোন আবার দেহের কোমলতা , সৌন্দর্য, চামড়া টানটান থাকা, গায়ের রঙ সহ মেয়েদের সকল সৌন্দর্য নিয়ন্ত্রণ করে। গোনাডোট্রপিন হরমোন মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। এসব হরমোণ নিঃসরণ হলে মেয়েদের অর্গাজম হয়। এটা হল মেয়েদের বেসিক হস্তমৈথুনের চক্র।
হস্ত মৈথুনের ক্ষতিকর দিক মহিলাদের
তো একটা মেয়ের চামড়া বা ত্বক অনেক কোমল আর কিউট থাকে। এর কারণ হল এস্ট্রোজেন হরমোন। যখন এস্ট্রোজেন হরমোন বেশী হয় তখন তাদের ত্বক রুখ হয়ে যায়। আবার অনেকের ফেসিয়াল হেয়ার বা মুখে দাড়ি হয়। তাদের ক্ষেত্রে আবার অনেক সময় টেসটসটেরন হরমোন বেশী থাকে। গোনাডোট্রপিন হরমোন বেশি হলে আগে আগে মাসিক হয়, কম হলে অনিয়মিত মাসিক হয়। মেয়েদের হস্তমৈথুন এর ক্ষতিকর দিক কি? মেয়েদের মাস্টারবেশন
তো একটা মেয়ে যখন হস্তমৈথুন করে তখন তার এসব হরমোন বের হয়। আর এসব হরমোন কম বেশী হলে কি হয় তা তো আমি উপরেই লিখছি। আর একবার হস্তমৈথুনের অভ্যাস হলে সেটা ছাড়া অনেক কঠিন। এমনকি বিয়ের পরেও এই অভ্যাস যায় না।
অনেক সময় দেখবেন যে অনেক মেয়ের বিয়ে যে মাসে হয়েছে সেই মাসে বাচ্চা কনসিভ না করলেও তার মাসিক দেরিতে হচ্ছে। এর কারণ হলো সেই মাসে তার অতিরিক্ত অর্গাজম হয়েছে বা সেই মাসে তার অতিরিক্ত দুশ্চিন্তা হয়েছে।
তবে আসলে মেয়েদের বিষয়টা অনেক জটিল। আপনার যদি নির্দিষ্ট কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার স্বল্প ডাক্তারিজ্ঞানে যথাসম্ভব উত্তর দিতে চেষ্টা করবো।
অনেক সময় এমন নাও হতে পারে। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে, মেয়েরা বিয়ের পর অনেক সুন্দর হয় তাদের স্কিল উজ্জ্বল হয়। এর পিছনে কারণ আছে। আপনি যখন সেক্স করেন তখন আপনার দেহ অক্সিটোসিন হরমোন নিঃসরণ করে। অক্সিটোসিন হল ডিপ্রেশন কমানোর হরমোণ। এর জন্য আপনি যখন সেক্স করেন তখন দেখবেন যে আপনার কোন চিন্তা হচ্ছে না।মেয়ের সেক্সের সময় রক্ত প্রবাহ বাড়ে।কারণ তখন তারা বেশ কিছু শারীরিক ব্যায়াম করে থাকে। কিন্তু হস্তমৈথুনের সময় এমন কিছু হয় না।
সবচেয়ে বড় কথা হলো হস্তমৈথুনের জন্য আপনার সতিচ্ছেদ হতে পারে যার কারণে আপনার স্বামী আপনাকে সন্দেহ করতে পারে। আবার হস্তমৈথুনের জন্য আপনার সেক্সের সময় ফিলিংস অনেক কমে যাবে। উদাহরন স্বরুপ দুইজন একই বয়সের মেয়ের ভিতর যার বিয়ে হয়েছে তাকে বেশি বয়স্ক লাগে। সহবাসের সময় ছেলেদের আকর্ষণের জায়গা
নিচে আমি মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করছিঃ
১. শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতা মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক
বেশি মাস্টারবেশন করলে এরকম হতে পারে। যোনিতে ব্যাথা হতে পারে এবং ফিলিংস কমে যাবে।
২. কোমড়ে ব্যাথা হতে পারে মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক
অতিরিক্ত মাস্টারবেশন করলে পেলভিক এরিয়াতে ক্রাম্প বা ব্যাথা হতে পারে।
৩. সেক্স লাইফে সমস্যা মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক
মাস্টারবেশনের ফলে সেক্স লাইফে অনেক সমস্যা হতে পারে। যেমন আপনার ফিলিংস কমে যাওয়ার ফলে আপনার স্বামীর সাথে সেক্স করে মজা নাও পেতে পারেন। যেদিন হস্তমৈথুন করবেন ঐদিন বা এর কয়েকদিনের ভিতর আপনার সেক্স করার ইচ্ছা থাকবে না।
৪. ইমোশনাল ট্রমা মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক
অনেক জাতি, ধর্ম ও সমাজে মাস্টারবেশন খারাপ এবং নিষেধ। আপনি মাস্টারবেশন করার পর মনে করবেন যে আপনি ভুল করছেন। আজকে শেষ। এর পর থেকে আর করবো না। কিন্তু আপনি আবার সেই কাজ করবেন।
৫. গর্ভের বাচ্চার জন্য এটি ক্ষতিকর মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক
গর্ভকালীন সময়ে হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। তখন কখনো কখনো সেক্স করার ইচ্ছা হতে পারে আবার কখনো কখনো সেই ইচ্ছা নাও থাকতে পারে। অর্গাজমের পর অনেকেই কোমড়ে ব্যাথা অনুভব করে থাকে। গর্ভের সময় এমনিতেই হরমোনের একটু এদিক ওদিক হলেই সমস্যা হয়। তখন মাস্টারবেশন করলে হরমোন বেড়ে যায়। এতে করে রিস্ক বেড়ে যায়।
তো আমি বলবো যদি আপনি আপনার ভালো চান তাহলে হস্তমৈথুন থেকে ফিরে আসুন। হস্তমৈথুন খারাপ বৈ ভাল কিছু করে না।
মেয়েদের হস্ত মৈথুনের ক্ষতিকর প্রভাব ইসলাম
মেয়েদের মাস্টারবেশন এর ক্ষতিকর দিক
হস্ত মৈথুনের ক্ষতিকর দিক মহিলাদের
হস্ত মৈথুনের উপকারিতা কি মেয়েদের
মেয়েদের মাস্টারবেশন করলে কি হয়
মেয়েদের মাস্টারবেশনের ক্ষতি
মেয়েদের মাস্টারবেশনের উপকারিতা
Comments
Post a Comment