মাসিকের রক্ত কালো হয় কেন? মাসিকের রক্ত কালো হলে কি খেতে হয় ?

একজন মেয়ের পিরিয়ডের রক্তের রঙ দ্বারা তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলে দিতে পারে। সাধারণত মেয়েদের মাসিকের রক্তের রঙ হয়ে থাকে হালকা লাল বা গাড় লাল। তবে অনেকের ক্ষেত্রে তা কালো, খয়েরি এমনকি বাদামি রঙও হতে পারে। এসব রঙ বিভিন্ন সমস্যা নির্দেশ করে। যেমন আপনার মাসিকের রক্ত যদি হল কমলা বা খয়েরি তাহলে বুঝতে হবে আপনার যোনীতে ইনফেকশন হয়েছে। তো আজকে আমরা দেখবো মাসিকের রক্ত কালো কেনো হয়?মাসিকের রক্ত কালো হলে কি করতে হবে? পিরিয়ডের রঙ কালো হলে কি খেতে হয় এসব বিষয় নিয়ে।

মাসিকের রঙ কালো কেনো বের হয়?

পিরিয়ডের সময় জরায়ুর ভিতরের রক্ত ও টিস্যু যোনীপথে বের হয়ে যায়। এর রঙ উজ্জ্বল লাল থেকে বাদামী বা কালো হতে পারে। আর এর রঙ নির্ভর করে রক্ত কতক্ষণ দেহের ভিতর অর্থাৎ জরায়ুর ভিতর ছিলো তার উপর।

যে সব রক্ত জরায়ুর ভিতর বেশি সময় অবস্থান করে, সেসব রক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বেশি করে। এতে করে রক্তের রঙ গাঢ় হয়। এমনকি কারো যদি হরমোনে অসুবিধা হয় বা হরমোনাল ইমব্যালান্স হয় তাহলেও তা রক্তের উপর প্রভাব ফেলতে পারে।

সাধারণত পিরিয়ডের সময় কালো রক্ত মাসিক শুরুর দিকে বের হতে পারে। মাসিকের সময় কালো রক্ত বের হওয়া মানে হল মাসিকের রক্ত বেশী সময় ধরে জরায়ুতে অবস্থান করছিলো বা বের হতে বেশি সময় নিয়েছে। আর যেহেতু বের হতে বেশি সময় নিয়েছে তাই রক্তের সাথে অক্সিজেন বিক্রিয়া করে রক্তকে কালো করে দিয়েছে।

প্রথমে যখন রক্ত জরায়ু থেকে বের হয় সেটা থাকে উজ্জ্বল লাল রঙ, এর পর যত বেশি সময় ধরে থাকে ততই এর রঙ পরিবর্তন হতে থাকে। প্রথমে উজ্জ্বল লাল রক্ত থাকে, পরে তা বিক্রিয়া করে ব্রাউন বা গাঢ় লাল রঙ হয়, অবশেষে তা কালো রঙএ পরিবর্তিত হয় ও বাহিরে বের হয়ে আসে।

অনেক সময় দেখা যায়, মাসিকের সময় কালো রক্ত যোনির ভিতর ব্লকেজ বা বাধা ইন্ডিকেট করে। কারণ সাধারণত আপনার যোনির ভিতর রক্ত বেশি সময় থাকবে যদি আপনার যোনির ভিতর কোন বাধা হয়। অনেকের ক্ষেত্রে সতিচ্ছেদ পর্দাও বাধা সৃষ্টি করে। নিন্মলিখিত লক্ষণগুলো থাকলেই আপনি বুঝবেন যে আপনার যোনীর ভিতর কোনো কিছু মাসিকের রক্ত যেতে বাধা সৃষ্টি করছে।

  • দুর্গন্ধযুক্ত স্রাব
  • জ্বর
  • প্রসাব করতে অসুবিধা
  • যদি যোনী পথে বা তার পাশে চুলকায়
  • যদি যোনির চারপাশ ফোলা ফোলা থাকে

যদি কোন সমস্যা বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোন ঝামেলা হয়েছে। আর এর জন্য আপনার অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।

আমরা দেখছি , অনেক মহিলা লজ্জায় তার যোনী পথের বা মাসিক রিলেটেড কোন সমস্যার কথা প্রকাশ করতে পারে না। আর এর জন্য অনেককে চিরদিনের জন্য মা হবার ক্ষমতা হারাতেও দেখছি।

মাসিকের রক্ত কালো হলে করনীয়

আমি আগেই বলছি যে মাসিকের সময় কালো রক্ত হলে আপনার জরায়ু হতে যোনীমুখ পর্যন্ত ব্লকেজ এর সম্ভাবনা বেড়ে যায়। তো আপনি যদি চান তাহলে আপনার জরায়ুর বাহিরের দিকে কোন ব্লকেজ আছে কি না তা জানতে পারেন। এর জন্য আপনার দুই পা ছড়িয়ে যোনীর সামনে আয়না রাখতে হবে। এর পর আপনার যোনির ছিদ্র বড়ো করে আপনি চাইলেই আপনার জরায়ুর বাহিরের অংশের ব্লকেজ চেক করতে পারেন। তবে অনেক সময় আপনার এই চেষ্টা সফল নাও হতে পারে। এর জন্য সবচেয়ে বেস্ট হয় একজন ডাক্তারের কাছে যাওয়া। তিনিই বলতে পারবেন আপনার সমস্যা আসলে কি।

তবে যদি এমন হয় যে আপনার মাসিকের প্রথম কয়েকদিন এমন সমস্যা হয়, তাহলে কোন অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যদি সবসময় ( মাসিকের শুরু থেকে শেষ পর্যন্ত , এবং প্রতিমাসেই ) এমন সমস্যা দেখা যায় তাইলে এটা যোনীপথএর ব্লকেজ হবার চান্স এর দিকে ইন্ডিকেট করে। তখন আপনার ডাক্তার দেখাতেই হবে। না হলে আপনি মা হবার ক্ষমতা হারাতে পারেন।

মাসিকের রক্ত কালো হলে কি খেতে হবে

প্রথমদিকের সময়গুলোতে মাসিকের রক্ত সাধারণত অনেক ঘন থাকে ও মাসিকের সময় জমাট বাধা রক্ত যায়। তখন যদি আপনার কালো কালো রক্ত বের হয় তাহলে আপনার অবশ্যই বেশি পানি খাওয়া উচিত। আর যদি আপনার থ্যালাসেমিয়া না থাকে তাহলে লৌহ জাতীয় খাবার খেতে পারেন যেমন কচুশাক।

তবে থ্যালাসেমিয়া থাকলে আপনি লৌহ জাতীয় খাবার খেলে অসুস্থ হয়ে পড়বেন।

মাসিকের সময় কালো রক্ত কেন বের হয়

মাসিকের রক্ত যোনীপথ তথা মাসিকের রাস্তায় বেশিক্ষন অবস্থান করলেই আপনার মাসিকের রক্তের রঙ কালো বা অন্য কোন কালারের হবে।

কখন ডাক্তার দেখাবেন ?

  • যদি নতুন বা অনিয়মিত স্রাব হয়।
  • অনিয়মিত মাসিক যা কিনা যে কোন সময় হয় আর এর কোন ঠিক সময় থাকে না। এবং নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে না। হটাত মাসিক হয়, হটাত করে বন্ধ হয়ে যায়।
  • মেনোপজের পরেও রক্ত যাওয়া
  • গন্ধযুক্ত স্রাব
  • থকথকে সাদা স্রাব
  • যোনী পথে বা এর চারপাশে চুলকানী
  • জ্বর

এরকম হলে আপনাকে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে।

Comments

Popular posts from this blog

জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়?

যোনিতে লিংগ প্রবেশের নিয়ম