ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি?

অনেকে জানতে চান ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি? অনেকের লিভার টেস্টের রিপোর্টের লেখা থাকে ফ্যাটি লিভার গ্রেড ২। আবার অনেক সময় ডাক্তার বলে থাকেন যে, আপনার ফ্যাটি লিভার গ্রেড ২ হয়েছে। যদি ফ্যাটি লিভার রোগ সঠিক সময়ে নির্ণয় না করা হয় তাহলে তা আপনার জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। আজকে আমরা আলোচন করবো – ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি? ফ্যাটি লিভার কি?

ফ্যাটি লিভার কি?

ফ্যাটি লিভার নাম শুনেই বুঝা যাচ্ছে যে লিভারে ফ্যাট জমা বিষয়ক কিছু। যখন লিভারে ফ্যাট জমে তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার। সাধারণ মানুষের লিভারে চর্বির পরিমাণ অনেক কম থাকে। মোট যকৃতের ওজনের প্রায় ৩ থেকে ৫ পারসেন্ট চর্বি থাকে। এসব চর্বির ভিতর আছে ফসফোলিপিড, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি এসিড ইত্যাদি। লিভারে চর্বির পরিমান বেড়ে গেলে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হতে পারে। ফ্যাটি লিভার রোগ তিন প্রকারের হতে পারে। এবং তা লিভারে চর্বির পরিমাণের উপর নির্ভর করে। সেক্সে কিসমিসের উপকারিতা কি?

ফ্যাটি লিভার কত প্রকার ?

লিভারে চর্বির পরিমাণের উপর ভিত্তি করে ডাক্তারেরা ফ্যাটি লিভার রোগকে তিন প্রকারে ভাগ করেছেন। তা হল ফ্যাটি লিভার গ্রেড ১, ফ্যাটি লিভার গ্রেড ২ এবং ফ্যাটি লিভার গ্রেড ৩।

ফ্যাটি লিভার গ্রেড ১ মানে কি?

এটা হল প্রাথমিক স্তর। যদি লিভারের বাহিরের স্তরের ফ্যাটের ওজন , লিভারের মোট ভরের ৫ থেকে ১০ পার্সেন্ট হয়। এর জন্য সাধারণত কোন ঔষুধ দরকার হয় না। এমনি ব্যায়াম করে এই সমস্যা হতে মুক্তি পাওয়া যায়। আরো পড়ুনঃ ফ্যাটি লিভার গ্রেড ১ মানে কি? ফ্যাটি লিভার গ্রেড 1 সহ হালকা হেপাটোমেগালি মানে কি ?

ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি?

সাধারণত ভয়ানক কন্ডিশন এখন থেকেই শুরু হয়। আপনার ডাক্তারের চিকিৎসা এবং ঔষুধ এখন থেকেই দরকার হবে। কারণ ফ্যাটি লিভার গ্রেড ২ মানে হলো আপনার লিভার বেশ ভালো মতই চর্বি জমেছে। যদি লিভারের মোট ওজনের ১০-২৫ পারসেন্ট চর্বি জমে থাকে তাহলে সেটা ফ্যাটি লিভার গ্রেড ২। এক্ষেত্রে আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই হবে না, আপনাকে সাথে সাথে ঔষুধও নিতে হবে। এক্ষেত্রে আপনাকে স্টোরয়েড জাতীয় ঔষুধ দেওয়া হতে পারে। এক্ষেত্রে স্টোরয়েড জাতীয় ঔষুধ আপনার চর্বিকে গলিয়ে ফেলে দেয়। ফ্যাটি লিভার গ্রেড ২ মানে হলো আপনার লিভারের জন্য অতিরিক্ত চর্বি জমছে। ডাক্তার আপনাকে সাধারণত লিভারের কিছু টেস্ট যেমন আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান বা এমআরআই করতে বলতে পারেন।

যদি আপনার ফ্যাটি লিভার গ্রেড ১ হয় এবং আপনি কোনরূপ চিকিৎসা না করান বা ব্যায়াম না করেন তাহলে আপনার ফ্যাটি লিভার গ্রেড ২ হবে।

ফ্যাটি লিভার গ্রেড ২ এর লক্ষণ কি?

ফ্যাটি লিভার গ্রেড ২ এর লক্ষণ যদি আপনার বর্তমান অবস্থার সাথে মিলে যায় তাহলে আপনার অবশ্যই ডাক্তার দেখানো উচিত।

ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি?
পেটের এই অংশে ব্যাথা হবে

যদি ফ্যাটি লিভার গ্রেড ২ রোগিদের রোগ সময়মত নির্ণয় করা না যায় তাহলে তা ফ্যাটি লিভার গ্রেড ৩ এ যেতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। ফ্যাটি লিভার গ্রেড ২ এর কিছু লক্ষণ হলো – পেটে ব্যাথা হবে। তবে বেশিরভাগ সময়েই পেটের ডান দিকে নিচের দিকে চতুর্ভাগে ব্যাথা হয়ে থাকে। এর সাথে বুকের দিকেও ব্যাথা হয়। পেট এবং বুকের দিকটা ভারি ভারি মনে হয়। পেটের ফাকা স্থানে তরল জমা হতে পারে।

যদি রক্তের টেস্টে রক্তে বেশি চর্বি জমা থাকে তাহলে তা ফ্যাটি লিভার এর লক্ষন হতে পারে। কারণ লিভার নিজে নিজে কোলেস্টেরল তৈরী করে এবং রক্ত প্রবাহে মুক্ত করে। যদি আপনি স্যাচুরেটেড ফ্যাট যেমন গরুর চর্বি বেশি খান তাহলে লিভার আপনার রক্ত প্রবাহে বেশি ফ্যাট ছেড়ে দিবে এবং এর জন্য কোলেস্টেরল বাড়বে। যদি জন্ডিস দেখা দেয় তাহলে সেটাও ফ্যাটি লিভার গ্রেড ২ এর লক্ষন হবে। অবশ্য জন্ডিস ( হলুন চোখ) অনেক রোগের লক্ষন। যদি বুকে ব্যাথা, লিভার বড় হয় তাহলেও টেস্ট করা উচিত। এতে করে ফ্যাটি লিভার গ্রেড ২ বুঝা যায়।

ফ্যাটি লিভার গ্রেড ২ এর চিকিৎসাঃ

ফ্যাটি লিভার গ্রেড ২ হল লিভারের একটি বেশ গুরুতর অবস্থা যা কিনা দ্রুত পরীক্ষা এবং চিকিৎসা করা দরকার। কারণ গ্রেড ২ ফ্যাটি লিভার হওয়ার কত দিন পর গ্রেড ৩ ফ্যাটি লিভার হয় তা বুঝা সম্ভব না। সঠিক চিকিৎসা ছাড়া ফ্যাটি লিভার গ্রেড ২ রোগ লিভার সিরোসিসের কারণ এবং লিভার সিরোসিস , লিভার ক্যান্সারের কারণ হবে। অবশ্য ফ্যাটি লিভার গ্রেড ২ এর চিকিৎসার আগে জানতে হবে কেনো ফ্যাটি লিভার গ্রেড ২ হয়েছে। এর পর চিকিৎসা করাতে হবে। নিন্মে কিছু কারণ দেওয়া হলো-

স্থুলতার কারণে ফ্যাটি লিভার গ্রেড ২ এর মানে কি?

এক্ষেত্রে রোগীর ডায়েট প্রয়োজন। নিয়মিত পুষ্টি সমৃদ্ধ এবং ফাইভার যুক্ত খাবার খাওয়া এবং ব্যায়াম, খেলাধুলা করতে হবে। এক্ষেত্রে এমন ভাবে খেতে হবে যেন, দিনের মোট শক্তি অতিরিক্ত জমা না হয়। চর্বি সঞ্চয় কমাতে হবে।

পুষ্টির অভাবে ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি?

এর জন্য শরীরে পুষ্টি সরবরাহএর জন্য সুন্দর ডায়েট চার্ট করতে হবে। তবে ডায়েট চার্টে কোন চর্বি জাতীর খাবার থাকা যাবে না।

ডায়াবেটিস, ভাইরাল হেপাটাইটিস এর জন্য সৃষ্ট ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি ?

প্রথমে আগে কোন রোগ হয়েছে সেটা জানতে হবে। যদিও ভাইরাল হেপাটাইটিস এবং ডায়াবেটিস এর কোন চিকিৎসা নাই। তবুও বডি কন্ডিশন যাতে করে স্থিতিশীল থাকে তাই এমন চিকিৎসা করাতে হবে। আর হেপাটাইটিস সি হলে আরো সমস্যা। এর কোন চিকিৎসাই নাই।

শেষ কথাঃ ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি?

আজকে আমরা আলোচনা করলাম ফ্যাটি লিভার গ্রেড ২ মানে কি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ফেসবুকে নক দিতে পারেন।

Comments

Popular posts from this blog

জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়?

যোনিতে লিংগ প্রবেশের নিয়ম