১ ব্যাগ রক্তের ওজন কত? ১ ব্যাগ রক্ত কত মিলি.?

আমরা অনেকেই রক্তদান করে থাকি। ১ ব্যাগ রক্তের ওজন কত তখন আমাদের দেহ হতে একব্যাগ রক্ত নেওয়া হয়। কিন্তু আমরা হয়তো জানি না যে, ১ ব্যাগ রক্তের ওজন কত? একব্যাগ রক্তে কি পরিমাণ রক্ত থাকে? মানুষের দেহে কতব্যাগ রক্ত থাকে? একব্যাগ রক্তদিয়ে কত জন মানুষের জীবন বাচানো যায় ইত্যাদি।

১ ব্যাগ রক্তের ওজন কত?

১ ব্যাগ রক্তের ওজন কত?

সত্যি বলতে কি মেডিক্যাল এসিস্ট্যান্টরা যখন রক্ত নেয় তখন রক্তের ওজন মেপে নেন না। কারণ রক্ত তরল পদার্থ। আর রক্তের মত তরল পদার্থের আয়তনে হিসেবে করা হয়। অবশ্য আয়তনের সাথে ঘনত্ব গুণ দিলেই একব্যাগ রক্তের ওজন বের হয়ে আসবে।

আপনি যখন রক্ত দান করতে যান তখন আপনার কাছ থেকে একব্যাগ রক্ত নেওয়া হবে। আপনি প্রতি তিনমাসে একব্যাগ রক্তই দিতে পারবেন। এর বেশি কম দিতে পারবেন না। বাংলাদেশের ক্ষেত্রে রক্তের ব্যাগের সাইজ ভিন্ন হয়। যেমন বাংলাদেশের অনেক হাসপাতালে একব্যাগ রক্ত মাসে ৩৫০ – ৪৫০ মিলি. লিটার। এবং এটাই স্ট্যান্ডার্ড পরিমাপ। কিন্তু অনেকে ৪৫০ মিলি. লিটার রক্ত নিয়ে থাকে। রক্ত বেশি নেওয়া হলে দেহের জন্য ক্ষতিকর হয় । তখন আপনার মাথা ঘুরে, প্রেসার লো হয়। অবশ্য রক্ত কম হলে হার্টের উপর প্রেশার পরে। কারণ তখন কম রক্ত সারা দেহে ছড়িয়ে দেয়া কষ্টকর হয়ে পড়ে। ( ডেঙ্গু রোগিদের ক্ষেত্রে এমন হয়, তাদের ব্লাডের প্লাটিলেট কমে গিয়ে ঘনত্ব কমে যায়)

এবার আসি এক ব্যাগ রক্তের ওজন কত সেই বিষয়ে। আমি আগেই বলেছি যে, রক্ত নেয়া হয় মিলি. লিটার হিসাব করে, ভর হিসাব করে না। বেশিরভাগ ক্ষেত্রেই একব্যাগ রক্ত মানে ৪৫০ মিলি. লিটার রক্ত। আমাদের দেহের রক্তের আপেক্ষিক গুরত্ব ১.০৬। এর মানে হলো রক্ত পানির থেকে ১.০৬ গুণ বেশি ভারি। আর এক মিলি লিটার রক্তের ওজন ১.০৬ গ্রাম। তাহলে এবার সহজ হিসাব করি,

১ ব্যাগ রক্তের ওজন কত?

১ মিলি. লিটার রক্তের ওজন ১.০৬ গ্রাম

তাহলে ৪৫০ মিলি লিটার রক্তের ওজন ১.০৬*৪৫০ গ্রাম = ৪৭৭ গ্রাম।

তবে মনে রাখা প্রয়োজন যে, রক্তের ব্যাগের সাইজ তিন রকমের হয়ে থাকে আর তা হলো সিংগেল, ডাবল এবং ট্রিপল। এই তিনরকমের ব্যাগের আয়তন ভিন্ন। ট্রিপল ব্যাগে সর্বোচ্চ ৫০০ মিলি লিটার রক্ত রাখে যাবে( এর ভিতর এন্টিকুয়াগুলেন্ট এবং প্রিজারভেটিভস এর পরিমাপ ১২৫ মিলি. হতে পারে।) ডাবল ব্যাগে ৩০০ মিলি. রক্ত থাকতে পারে যার ভিতর ৭৫ মিলি. এন্টিকুয়াগুলেন্ট এবং প্রিজারভেটিভস।

সাধারণত প্রতি ১০০ মিলি. রক্তে ১৬/১৭ গ্রাম হিমোগ্লোবিন থাকে। মেয়েদের রক্তের এর চেয়ে কম থাকে। অর্থাৎ এক ইউনিট রক্তে অর্থাৎ ৪৭০ মিলি. রক্তে প্রায় ৬৫ থেকে ৭০ গ্রাম হিমোগ্লোবিন থাকে।

আর এক ইউনিট রক্ত একেক দেশে একেকরকম। যেমন আমেরিকায় একইউনিট্ রক্ত মানে হলে ৪৭৩ মিলি. রক্ত।

 সোজা ভাষায় বললে এক ব্যাগ রক্তে ৩০০ মিলি. থেকে ৫০০ মিলি. রক্ত থাকে। আর ১ ব্যাগ রক্তের ওজন ৪৭৭ গ্রাম। 

মানুষের দেহে কতব্যাগ রক্ত থাকে? ১ ব্যাগ রক্তের ওজন কত?

আমি আগেই বলেছি দেশ ভেদে রক্তের ব্যাগের পরিমাণ ভিন্ন হয়। তবে আমাদের মেডিকেলে যেহেতু আমেরিকান স্টান্ডার্ড ধরে সব হিসাব করিয়েছে তাই আমি এখানে আমেরিকার হেলথ মিনিস্ট্রির ঠিক করা হিসাব অনুসারে হিসাব করবো।

আগেই বলেছি যে এক ইউনিট রক্ত মানে ৪৭৩ মিলি. রক্ত। একজন সুস্থ মানুষের দেহে প্রায় ৪৫০০ মিলি. থেকে ৫০০০ মিলি. রক্ত থাকে। সুস্থ মানুষ বলতে তার কোন এনিমিয়া রোগ থাকা যাবে না। ( এনিমিয়া রোগ মহিলাদের বেশি হয়)

যেহেতু এক ইউনিট রক্ত মানে ৪৭৩ মিলি.। তাই একজন মানুষের দেহে গড়ে ১০ ইউনিটের মত রক্ত থাকে। অর্থাৎ একজন মানুষের দেহে ১০ ব্যাগের মত রক্ত থাকে।

তবে এরকম মানুষ আমাদের দেশে অনেক রেয়ার। আমাদের দেশে মহিলাদের দেহে ৮ ব্যাগ এবং পুরুষদের দেহে ৯ ব্যাগের মত রক্ত থাকে।

১ ব্যাগ রক্ত কত মিলি. ? ১ ব্যাগ রক্তের ওজন কত?

১ ব্যাগ রক্ত সমান ৩৫০ মিলি. থেকে শুরু করে ৫০০ মিলি. পর্যন্ত হতে পারে। এটা নির্ভর করে আপনি কোন সাইজের ব্যাগে রক্ত দিচ্ছেন এবং কোথা থেকে দিচ্ছেন এবং আপনার শারীরিক অবস্থা কি।

এক ব্যাগ রক্তের দাম কত? ১ ব্যাগ রক্তের ওজন কত?

বাংলাদেশে রক্ত বেচা কেনা নিষিদ্ধ। এমনকি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা নিষেধ। তাই আপনি যদি রক্ত বিক্রি করেন তাহলে আপনি জেলে যাবেন। আর ইসলাম ধর্মেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হারাম। আপনার যদি রক্ত লাগে তাহলে আপনি বিভিন্ন ব্লাড ডোনারের সাথে যোগাযোগ করতে পারেন। ব্লাড ডোনাররা ফ্রিতেই রক্ত ডোনেট করে থাকেন। তবে হ্যা, আপনি কারো কাছ থেকে রক্ত নিলে তার যাওয়া আসার খরচ, ব্লাড দেয়ার পরের খাবার দাবার যেমন কয়েকটা ডাব, ডালিম কিনে দিবেন। কারণ রক্ত অমূল্য সম্পদ। যে আপনাকে রক্ত দিলো, তার কাছে আপনি ঋনী।

আজকে আমি আলোচনা করলাম এক ব্যাগ রক্তের দাম কত, ১ ব্যাগ রক্ত কত মিলি., এক ব্যাগ রক্তের ওজন কত ইত্যাদি বিষয় নিয়ে। কোন প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে নক দিতে পারেন। নিচে আমার ফেসবুক আইডির লিংক দেয়া আছে। ১ ব্যাগ রক্তের ওজন কত?

Comments

Popular posts from this blog

জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়?

যোনিতে লিংগ প্রবেশের নিয়ম