জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়?
অনেকেই জিজ্ঞাসা করেন যে জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়? জরায়ু অনেক কারণের কাটতে হয় যেমন জরায়ুতে টিউমার বা জরায়ুতে ক্যান্সার। জরায়ুতে ক্যান্সার হলে জরায়ু কেটে ফেলা হয় যাতে করে ক্যান্সার পুরো দেহে ছড়িয়ে না পড়তে পারে। অনেকেই ভাবেন যে জরায়ু কেটে ফেললে অনেক সমস্যা হয় বা জরায়ু কেটে ফেললে সহবাস করা যায় না। আজকে আমি আলোচনা করবো জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়? জরায়ু কেটে ফেললে কি সহবাস করা যায়? জরায়ু অপসারণের অপারেশনকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হিস্টেরেক্টমি বলা হয়। আর আমরা সবাই জানি যে জরায়ু হলো মহিলাদের দেহে থাকে এমন অঙ্গ যা কিনা ফাপা এবং বাচ্চারা এখানে বেড়ে উঠে এবং বিকাশ লাভ করে। হিস্টেরেক্টমি করা হয় সাধারণত ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিসের মত অবস্থা থেকে মুক্তি লাভের জন্য। যদি এমন হয় যে, জরায়ু না কাটলে আপনি বাচবেন না তখন হিস্টেরেক্টমি করা হয়। যেকোনো অস্ত্রোপচারের স্বল্প-মেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় পার্শ্বপ্রতিক্রিয়া আছে। হিস্টেরেক্টমি ব্যথা এবং রক্তপাতের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। একবার আপনার এই অপারেশন হয়ে গেলে, আপনি পরে আর সন্ত...
Comments
Post a Comment